Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
ছৈলা আফজলাবাদ ইউনিয়নে ঢাকা থেকে শশুর বাড়ি আসায় বাড়ীটি লকডাউন
Details

ছৈলা আফজলাবাদ ইউনিয়নে ঢাকা থেকে শশুর বাড়ি আসায় বাড়ীটি লকডাউন

==========================================

ছৈলা- আফজালাবাদ ইউনিয়ন ঢাকা থেকে শশুর বাড়িতে ফিরে আসায় ঐ বাড়ীটি লকডাউন করা হয়েছে। ২১ এপ্রিল মঙ্গলবারঅদ্য দুপুর ১২ টায় ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত আলকাছ আলী এর মেয়ের জামাই আসক আলী ২০ এপ্রিল গত রাত্রে ঢাকা থেকে তাহার শশুর বাড়িতে ফিরে আসে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ নিজে গিয়ে ঐ বাড়িটিকে লকডাউন করেন। এ সময় স্থানীয় তেঘরী গ্রামের আব্দুল কাইয়ুম গ্রাম পুলিশ গৌরাঙ্গ বৈদ্য,

অন্তর বাবু বিশ্বাস সহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঐ বাড়িতে গিয়ে লাল নিশানা টাঙিয়ে বাড়িটি লকডাউন করা হয়। সরকারি নীতিমালা অনুযায়ী ১৪ দিন নিজ ঘরে কোয়ারেন্টিনে বসবাস করা ও প্রতিবেশিদের সাথে মিলামেশা না করার জন্য বলা হয়।

Images
Attachments
Publish Date
21/04/2020
Archieve Date
06/05/2020